আরেকটি রাত (Another Night)
আরেকটি রাতও এভাবে কেটে দেই,
স্ক্রিনের আলোয় জেগে রবে মৃত চোখ দুটো,
জানালার চিড় ফুঁড়ে তেড়ে আসা ঠান্ডা বাতাসটি আরেকটু জিরিয়ে নিক,
একটু পরেই সে ছুটে যাবে কারো অভিমানী মন মানাতে।
আরেকটি রাতও এভাবে কেটে দেই,
ফিনফিনে আলোয় অন্ধ হবে কলমের কালো রঙ,
ঘুণেধরা ঘুমের ঔষুধগুলো কেউ একজন সরিয়ে নিক, ওগুলো আমার লাগবে না।
এ রাতে চোখের পাতাগুলো ভারি হয়ে আসুক, পানির টুপটাপ সূরে।
আরেকটি রাতও এভাবে কেটে দেই,
ঘড়ির টিক টিক শব্দে আবেগগুলো আরেকটু গাড় হোক,
নাইট গার্ডের বাঁশি আমায় একলা হতে দেবে না,
এ রাতে, মরা স্মৃতিগুলো আঁকড়ে ধরুক দীর্ঘশ্বাসের শেকড়।
আরেকটি রাতও এভাবে কেটে দেই,
যেভাবে যাচ্ছে রাতগুলো,
এক টুকরো মৃদু আলো, নিভু নিভু চোখ,
হয়তোবা যেভাবে চেয়েছি ঠিক তেমনটি নয়।

No comments