একটি বাস যাত্রা (Irony of a bus Journey)
একদা,
ক্ষুধার্ত পেট, রীক্ত পকেট,
মানুষের ভীর, রাস্তাই নীড়,
শংকিত মন, বুকের কাঁপন,
উঠিলাম বাসে,ঝাঁকুনির সাথে,
কানে হেডফোন, মুখে গুনগুন,
অনুদিত গান, সুরোভিত প্রাণ,
দেখিলাম নারী, গায়ে নীল শাড়ী।
এরপর,
দিশেহারা চোখ, এ কোন রোগ,
ঠোঁটের নিচে তিল, পরেছে সে হিল,
টোল পরা গাল, ফেরারি বিকাল
হাতে ছোট ব্যাগ, ব্রান্ডের ট্যাগ,
কানে আছে দুল, দুলতে ব্যাকুল,
সেন্টের শিশি, মেখেছে ত বেশি,
বকুলের ফুল,ঘ্রাণে নির্ভুল,
মিটি মিটি হাসি,বিষের বাঁশী।
অত:পর,
ভাড়া নিতে ডাকে, পেছন ফিরে থাকে,
ঘন কালো কেশ, লাগছে ত বেশ,
তীর হারা চুল, প্রমাণিত ভুল,
সিঁদুরের লাল, হিসাবে বেতাল,
করিনি ত খেয়াল, পাশে থাকা চেয়ার,
সাথে আছে বর, হয়ে গেলাম পর,
কেটে গেলো ঘোর, হাল ছেড়ে দৌড়,
খোয়ে গেলো হাসি, দিয়ে দুটো কাশি।
No comments