Header Ads

Header ADS

বেনামী পত্র (An anonymous latter)

দাঁড় কাকের মত বেড়ে ওঠা দালানের শীষ বিন্দুতে,
দুবাহু প্রসারিত নাবিকের দেহে আলতো ছোঁয়ায় যে অবিরাম হাওয়া, ক্লান্ত করার ব্যার্থ প্রচেস্টা করে চলেছে,
সেই হাওয়া বুকে পুরে, ছেড়ে দেয়া নীল বেলুনের মত ঐ যে, ঐ সাদা হাওয়াই মিঠায়ে মিলিয়ে যাক কিছু মানুষের স্মৃতি।

নিয়নের আলোয় জ্বেলে থাকা ল্যাম্পপোস্টের আড়ালে,থেমে যাক আরো দুটি মানুষের গল্প।
কথা দেয়া জড়বস্তু গুলো দূর অজানা থেকে পালতোলা নৌকার বেশে আহবান করুক একটুকরো ঝড়ের।

ধূতরার সুবাস নিয়ে মর্ত হতে মুছে যাওয়া বালকটি আজো ফুঁপিয়ে কাঁদে।
ঠিকানা বিহীন চিঠিটি আজো পায়নি তার পাঠককে।
হাওয়াই মিঠাইয়ের কাছে উড়ে যাক তার বেনামী পত্র।
ঠিকানা বিহীন চিঠিতে আজ লিখা হোক কোন অজানা কাব্য।

-Mirza Shamim

No comments

Theme images by cmisje. Powered by Blogger.