Header Ads

Header ADS

নিশাচর (A nocturnal thought)

অন্য সব রাতের মত
ল্যাম্পপোস্টের আলোয় জেগে থাকে হাফপ্যান্টের সেই ছেলেটি,
নিয়তির ছিটেফোঁটা এঁকেছে তার পাংশু মুখ।

অন্য সব রাতের মত
আজও ভেসে আসে নাবিকের অজানা ধ্বনি,
অস্থিহীন আত্নায় সে লিখে রাখে অনুবাদগ্রন্থ।

অন্য সব রাতের মত
নিশিকান্তের আড়ালে খোলা থাকে কাঠের জানালা,
অনিমেষনেত্রে চেয়ে কেউ এঁকে যায় অশ্রুনীল স্বপ্ন।

অন্য সব রাতের মত
অশরীরীর আলাপে জমে ওঠে প্রাণ,
অস্তিত্বের অভিনয়ে ফিরে আসে পরিচিত সূর।

অন্য সব রাতের মত
অন্ধকার আবহাওয়ায় আক্রান্ত হয় মৃত স্মৃতি,
কালের গভীরে হারিয়ে যায় অস্থায়ী বর্তমান।

অন্য সব রাতের মত
মোমবাতির আলোয় জেগে থাকে বিদ্রোহীর কলম,
প্রাণহীন কালিগুলো ভেসে যায় কবিতার পাতায়।

অন্য সব রাতের মত
নিশাচর চোখদুটোয় নেমে আসে ক্লান্তি,
শুধু অপেক্ষা রয়ে যায় চিরনিদ্রার।

-Mirza Shamim

No comments

Theme images by cmisje. Powered by Blogger.