সাদাকালোর সীমান্ত
কিছু সময়ের পথচলা অভ্যাসে পরিণত হয়
অভ্যাসের দাসে মুক্তি পায় না পথিক,
কিছু শব্দ জুড়ে স্বপ্ন লিখা যায়
তবে, বাস্তবতার শেকড়ে আটকা পড়ে সে স্বপ্নের মালিক।
কিছু আশা নিমিষেই মিটে যায়
চোখের কোণে ভেসে থাকে অপেক্ষা,
কিছু ভাষা মনেই রয়ে যায়
জমে থাকে অজস্র রচণা।
কিছু কথা মিথ্যা হয়ে যায়
সম্পর্কের বাঁধনে মিথ্যা হয় অস্তিত্ব,
কিছু কথা ভুলে থাকা যায়
তবুও দু:খ পেয়ে যায় অমরত্ব।
কিছু আঁধারে জোনাকির ঝাক বয়ে যায়
ফিকে আলো কেটে দেয় ঘুটঘুটে কালো,
কিছু মানুষ সাদাকালোর সীমান্তে রয়ে যায়
সন্ধ্যার মত রাতে হয় অন্ধকার, গোধূলিতে আলো।
ছবি: ৮/৬/১৯ (ইওমেক)
No comments