Header Ads

Header ADS

ডেঙ্গু নিয়ে ১০ উইকেটে জয়ী রানা !!

গত ৩ দিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রানা। খেলা দেখতে এসে নিজের দলের খেলোয়াড় সংকট দেখে নিজেই নেমে পড়ে মাঠে। 

টসে জিতে রানার দল ব্যাট করতে পাঠায় ইডাব্লিউর একটি দল কে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তাঁরা। মাত্র ৪০ রানে অল আউট হয়ে যায় ব্যাটসম্যানরা।  এরপর রানার দল কোন উইকেট না হারিয়েই জয়ের দ্বারে চলে আসেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্যাপ্টেন্সি করে ম্যাচ জিতানোর ইতিহাস পৃথিবীর বুকে এই প্রথম। 

তাকে আইসিসি ও ডাব্লিউএইচও এর নজরে আনতে ইতমধ্যেই সোসিয়াল মিডিয়াতে ঝড় বয়ে যাচ্ছে। 

আমরা চাই রানার প্লাটিলেট কাউন্ট বৃদ্ধি পেয়ে শীঘ্রই এই জ্বর ও ঝড়ের অবসান ঘটুক। 

No comments

Theme images by cmisje. Powered by Blogger.