Header Ads

Header ADS

আইসিটির যুগে পাল্টেছে বাচ্চাদের বায়নাও


আজ জুম্মার নামাজের পর রাজশাহীর হড়গ্রামে একা একাই ঘুরতে গিয়েছিলাম। সেখানে হড়গ্রামের জজকোর্ট এর পাশেই বঙ্গবন্ধু আইসিটি সিটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

হড়গ্রাম থেকে বুলনপুর যেতে সামনে পরে বিজিপি ক্যাম্প। সেটি পার হতেই চোখে পড়ে রাজশাহীবাসীর খুবই আপন একটি নাম "পদ্মা"।
নদীর পাড়েই অনেক ঘরবাড়ি বেরে উঠেছে। তাদের খুব সুখই মনে হয়। এক বাসায় বাড়ির কর্তা  মোটোরসাইকেল থেকে নামতে না নামতেই তার ৪-৫ বছরের মেয়ে আনন্দের হাততালি দেয়া শুরু করছে। "বাবা আসছে,  বাবা আসছে,  কি মজা,  বাবা আসছে"। ছোট বেলাও আমরা তাই করতাম। বাবা এলে সাথে আসত খেলনা, চিপ্স, মিস্টি ইত্যাদি ইত্যাদি বায়ানা করার জিনিস।
তবে সেই পিচ্চি মেয়েটিও তার বাবার কাছে বায়না করছে, " বাবা মোবাইলটা দাও, মোবাইলটা দাও"।

এখন আইসিটির যুগ। যুগ পালটাইছে। ছোট ছেলেমেয়েদের খেলনার জায়গা আজ মোবাইল কেড়ে নিয়েছে। বদলেছে তাদের বায়নাও।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.