Header Ads

Header ADS

দুধ ও আনারস ফ্যাক্ট



এই কুরবানির ঈদের একটা কাহিনী বলি সবাইকে।
বাসায় গিয়ে দেখি দুটি আনারস ফ্রিজে রাখা আছে। দেখে লোভ সামলাতে না পেরে ব্লেন্ডারে জুস বানাই খেয়ে ফেললাম। এর কিচ্ছুক্ষণ পর দেখি আম্মা লাচ্চা সেমাই বানিয়েছেন। সেটার লোভও সামলাতে না পেরে যখন খেতে গেলাম তখন আম্মা বললেন,
"আরে আরে একটু আগেই ত তুই আনারসের জুস খেয়েছিস। এখন আবার দুধে বানানো সেমাই খেতে বসলি যে!!?? দুধ আর আনারস ত এক সাথে খাওয়া যায় না।"
আমি বললাম, "কোন টেনশন করিও না, তুমি যেই দুধ (বাংলাদেশের বেস্ট ব্রান্ডেড দুধ) দিয়ে সেমাই বানাইছ সেটাতে শুধু ক্যামিক্যাল আছে। দুধের ছিটেফোঁটাও নাই। তাই কিছু হবে না। টেনশন করিও না।"
ঠিক তাই ব্রান্ডেড ১০০% খাটি দুধের সেমাই ও আনারসের জুস গোগ্রাসে খেয়ে দিব্বি অন্য কাজে নিমগ্ন হলাম এবং মনে মনে ভাবলাম,
রেষ্ট ইন পিস মাই ১০০% খাটি ক্যামিক্যাল দুধ। 😄
(বি.দ্র: এটা আমার এক্সপেরিয়েন্স, তাই আপনার ক্ষেত্রে কোন গ্যারেন্টি দিতে পারব না।)


No comments

Theme images by cmisje. Powered by Blogger.