পৃথিবীর সবচেয়ে সুখের জিনিসটি কি?
আমার কাছে যদি কেউ প্রশ্ন করে, "বলতে পারবেন পৃথিবীর সব থেকে সুখের জিনিসটি কি?"
আমি বলব : ঘুম।
ঘুমই পৃথিবীর সব থেকে সুখের। একজন আসামি যে কিনা ভোরের সূর্য ফোটার আগেই ফাঁসিতে ঝুলবে, সেও যদি রাতে ঘুমিয়ে পরে, তবে বেঁচে থাকার বুভুক্ষু আশাও সে ভুলে থাকবে সেই ক্ষণিকের সময়টুকু।
ঘুম যেন স্বর্গের একটুকরো নিদর্শন। মানুষ যত কষ্টেই থাকুক না কেন, ঘুম যেন এনে দেয় সাময়িক মুক্তি।
No comments