Header Ads

Header ADS

শুধু সন্ধেহের বশেই কি একটা মানুষ মেরে ফেলা যায়?

শুধু সন্ধেহের বশেই কি একটা মানুষ মেরে ফেলা যায়???


সে কোন দলমতে বিশ্বাসী তা নিয়ে আমি কিছু বলতে চাইনা। আমি শুধু জানি, সে ছিল একজন মানুষ।
কবি ভাষ্কর চৌধুরী বলেছিলেন,

"তুমি দুষ্কৃতি মারো, বাঙ্গালী মারো,
হিন্দু-মুসলমান মারো, গেরিলা-তামিল মারো,
এভাবে যেখানে যাকেই মারো না কেন
ইতিহাস লিখবে যে এত সংখ্যক মানুষ মরেছে।
বড়ই করুণ এবং দুঃখজনক।
শক্তির স্বপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে
উল্লাস কর না কেন,
মনে রেখো..... মানুষই মরেছে ।"

বর্তমানে সন্ধেহের বশে হত্যা করা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে.......
অপরাজনীতি আর অপসংস্কৃতির টিকটক প্রজন্মের কাছে এর বেশি কিবা আর আশা করা যায়??
যারা প্রকাশ্যে এই হত্যার সুষ্ঠু বিচার চায় না,
আমি তাদের ঘৃণা করি।

শেখ মুজিবের দেশ কাঁদে,
জাতির পিতার সন্তানেরা কাঁদে,
এভাবে মানুষ মারা চলবে না....মানুষকে বাঁচতে দাও।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.