হাতটি নাড়িয়ে বিদায় জানালাম।
হাসি হাসি মুখে,
চোখের পাপড়ি হাল্কা ভিজিয়েছি নয়নাশ্রুতে।
হয়ত আবার দেখা হবে,
এই আশ্বাস বুকে নিয়ে হলো বিদায়গ্রহণ।
আচ্ছা, যদি আর না দেখা হয়?
যদি আর না ফিরি এই পদ্মার পাড়ে?
মায়ের রাঁধা লাল শাকই যদি হয় শেষ খাওয়া?
আমরূপালীর ঝুড়িটি যদি থেতলে যায় মাঝ পথে?
বাবার দেয়া সাদা শার্টে যদি লাল রঙ পরে?
পাশের বাসার ছোট্ট হিমেলের লজেন্স কেনা হয় নি,
যদি আর না পারি কিনে দিতে?
অনেক শখ করে বোন একটা অক্সফোর্ড সু দিয়েছে।
ভেবেছি পায়ে বেঁধে লাট সাহেবের মত ঘুরে বেড়াব দেশ বিদেশ।
যদি স্মৃতির শো কেসে কেউ তা তুলে রাখে তবে?
মুয়াজ্জিনের ডাকে ভোরের বাতাসে উদ্বেলিত হয় আজানের ধ্বনি।
বাবার সুমধুর কন্ঠের শুনি কুরানের বানী।
যদি তারকিশ টুপি ও ইরানী ম্যাটে আর নামাজ না পড়া হয়?
আষাঢ়ের ঝিরিপথে মামা এগিয়ে দিতে এসেছেন,
ছাতা ছাড়াই বের হয়েছি,
চুলের উপর শিশিরজল জমা হচ্ছে,
আচ্ছা,যদি আমার জীবনে আর কখনো বৃষ্টি না আসে তবে?
রিক্সার প্যাডেল থেকে মহাপতঙ্গের ইঞ্জিন,
সব কিছুই কেমন জানি ঘলাটে লাগে,
আমার যাত্রা যদি এখানেই থেমে যায় তবে?
হতে পারে এই মুহূর্তটিই
কারো না কারো জীবনে শেষ বারের মত সব কিছু,
হতে পারে এটিই শেষ দেখা, তোমার কিংবা আমার।
-২০/০৬/২০১৮
No comments:
Post a Comment