Header Ads

Header ADS

২৩ সেন্টিমিটার বনাম ৪০,২২৫ কিলোমিটার

#খেলোয়াড়দের নিয়ে এত মাতামাতির কোন যৌক্তিকতা দেখছি না।
তোমরা না খেল্লে না খেলো...
যারা তাদের না খেলার ঠুনকো হুমকি নিয়ে #হাপিত্যেশ করছেন তাদের জন্য কিছু কথা:

আবেগপ্রবণ জাতি আমরা। ২৩ সেন্টিমিটার পরিধির ছোট্ট গোলাকার বস্তু নিয়ে খেলে নিজেদের অনেক দেশপ্রেমিক মনে করি। এই খেলা নিয়ে বিভিন্ন দেশের ফ্যানদের সাথে রিতিমত ভার্চুয়াল যুদ্ধ ঘোষণা করি। কে কত বড় দেশপ্রেমিক তার তর্ক চলে রাত দিন। এর মাঝেই খেলা নিয়েই কাউকে বানিয়ে দেয়া হয় রাজাকার কিংবা ইন্ডিয়ার দালাল।
একটা ওয়ানডে খেলায় পুরো দেশের মানুষের যে পরিমাণ সময় নষ্ট হয় তা একটু হিসেব করে দেখি:

ওয়ানডে খেলা অন এভারেজ ৮ ঘন্টা ধরে চলে। বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি ধরে ৬ কোটি শিশু (১-১৮ বছর) ও কিছু নারী, ধরা যাক ৪ কোটি বাদ দিলে (অনেক নারীরা নিয়িমিত খেলা দেখেন)  ১০ কোটি জনসংখ্যার মাঝে যদি ৮ কোটি মানুষও খেলা দেখে তাহলে মোট সময় নষ্টঃ ৮কোটিx৮ঘন্টা = ৬৪ কোটি ঘন্টা। এরমধ্যে ফুল টাইম খেলা না দেখলে আনুমানিক ৫০ কোটি ঘন্টা ধরলাম।
শুধু একটা ওয়ানডে খেলা দেখলে বাংলাদেশীদের প্রতি দিন ৫০ কোটি ঘন্টা নষ্ট হয়। ভেবে দেখেছেন কত সময়???
কিন্তু এ সময়টুকু যদি এই জাতি গঠনমূলক কোন কাজে ব্যবহার করত!!!

এবার অন্য দিকে তাকাই। আমেরিকা,ইসরাইল,জাপান,চীন এসব দেশের কোন ক্রিকেটারের নাম বলতে পারবেন?
জানি পারবেন না। পারলেও গুগলে সার্চ দিয়ে বের করতে হবে। কারণ তারা ২৩ সেন্টিমিটারের পরিধি নিয়ে খেলে না। তারা খেলে ৪০,২২৫ কিলোমিটার পরিধির বল নিয়ে। যার আয়তন প্রায় ৫,২০,৩৮,৯০০ বর্গ কিলোমিটার। আর আমরা আছি ২৩ সেন্টিমিটারের আবেগ নিয়ে।
হায় রে আবেগ,
হায় রে বাংলাদেশ।

-ডা. মির্জ শামীম

No comments

Theme images by cmisje. Powered by Blogger.