Pages

Thursday, October 24, 2019

মাদার অফ ডিফরেস্টেশন

এক মহিলার গাছ কাটার ভিডিও ভাইরাল হবার পর সবাই #বৃক্ষপ্রেমী হয়ে গেছি। বিষয়টি ভালো লেগেছে। ট্রেন্ডের জলে গা ভাসিয়ে ট্রলও হচ্ছে অনেক।
তবে শুধু গা ভাসালেই হবে না। ভিডিও দেখে শুধু ভার্চুয়াল বৃক্ষপ্রেমী না হয়ে প্রতি জনে একটি করে গাছ লাগান।
আমার মত যারা শহরে হোস্টেলে থাকেন তারা চাইলে বারান্দায় বিভিন্ন ফুলের টব কিনে রাখতে পারেন। কারো জন্মদিনে ফুলের টবও গিফ্ট দিতে পারেন।
ধন্যবাদ :)


No comments:

Post a Comment