প্রশ্ন
রুদ্র,
আজ বর্ষার আরো একটি দিন কেটে গেলো,
অথচ এই বর্ষা, এই মেঘ তোর কত প্রিয়!
একটা কথা বলত দেখি,
লেখকের কালি ঝাপসা হলে সে কি আর বেঁচে থাকে?
পটুয়ার হতে যদি রঙই না থাকে তবে কি লাভ তুলি দিয়ে?
আলোর অভাবে অলোকচিত্রের ছবিগুলো কার প্রতিচ্ছবি আঁকে?
বিদ্রোহীর মুষ্টিতে লালসা ধরিয়ে দিলে কি স্বাধীনতা পাওয়া যায়?
পথিকের পথই যদি মুছে যায় তবে কি লাভ মানচিত্র দিয়ে?
সন্ধ্যা নেমেই বা কি হবে যদি পাখিরা নীড়ে না ফিরে?
কয়েক আলোকবর্ষ ধরে ছুটে চলাই কি জীবন?
হিজল গাছে মত পদ্মপুকুরে থেমে কি একটু বিশ্রাম নেয়া যায় না?
আচ্ছা রুদ্র,
মৃতেরও কি মৃত্যু আছে?
তবে কেন প্রতিদিনই সহস্র ইচ্ছেফুলের মৃত্যুঘটে?
বলতে পারবি,মানুষ কেন ভুল করে?
কতগুলো ভুল করার পর সে তার ভুল বুঝতে পারে?
মানুষের মন কত গভীর রুদ্র?
কতটা গভীর হলে সূর্যের পৃষ্ঠও ফিকে মনে হয়?
রুদ্র,
এভাবে কতগুলো বর্ষা আমাদের পাড়ি দিতে হবে?
কতগুলো বর্ষার পর আমার প্রশ্নগুলো তোর কাছে প্রাসঙ্গিক হবে?
কতগুলো বর্ষার পর তুই মুখ ফুটে উত্তর দিবি রুদ্র?
এই বর্ষা, এই মেঘ তোর কত প্রিয়!
আজ বর্ষার আরো একটি দিন কেটে যাচ্ছে,
তোর মৃত্যুর পর ঘনীভূত স্মৃতিগুলও-
মেঘের সাথে মিশে যাচ্ছে।
-মির্জা শামীম
০৮-১২-২১
No comments