Header Ads

Header ADS

আলো আধার (Light and Darkness)

আলো আধার 

আমি আলো আধারের স্বপ্ন দেখি।
চারপাশের কোলাহল, ব্যস্ততা আর বিবর্ণতা কে দেখি।
আকাশের বিশালতা আর কালের গভীরতা অনুধাবণ করি।
আমি মিথ্যার কাছে হেরে যাওয়া বৃদ্ধ সত্যকে দেখি।
আমি স্বপ্নের দ্বারে অপেক্ষমাণ 
তবে রংধনু কিংবা প্রজাপতীর রঙে রঙ্গীন স্বপ্নে বিভোর নই,
অট্ট হাসি হেসে সবকিছু পাবার কাঙ্গালও আমি নই।
আঁকা বাঁকা যে পথ বয়ে গেছে,
সে পথের মাঝে দাড়িয়ে থাকা কোন সুগন্ধা-
যদি চিকন মিস্টি হাসি হেসে জিজ্ঞেস করে, "কেমন আছো?"
আমি নির্লজ্জের মত বলে দেব "জি ভালো", তবে পাল্টা প্রশ্নটি করার পাত্র আমি নই।
দুমুঠো ভাত আর লাল শাকে জীবন পার করে দেব,
তবুও দামী জামার বোতামে আটকে থাকা, কলুষিত মন আমি নেব না।
আমি নতুন কবিতা রচনা করব,
সে কবিতার শব্দগুলো পাবে স্বাধীনতা।
আমি নতুন স্বপ্ন দেখব,
সে স্বপ্নে কখন আমার ঘুমও ভাঙ্গবে না।

-Mirza Shamim


No comments

Theme images by cmisje. Powered by Blogger.