Header Ads

Header ADS

মন খারাপের রাত (A night of Sadness)

মন খারাপের রাত
(A night of sadness)


জীবনের এই ছোট্ট আয়োজনে 
বড্ড বড় মোদের ভাবনা,
সুখ দুক্ষের হিসাব কষে
চলছে মোদের কল্পনা।
মন ভুলানো গানের সূরে
জেগে উঠুক নতুন প্রাণে,
স্মৃতির পাতায় জুড়বে বসে,
হাসনা হেনার সুবাসে...
তাই,
তোমার আমার দিনগুলো সব,
লিখে রাখো দিল খুলে,
অট্টহাসির বন্যা ভাসুক,
এই মন খারাপের এই রাতে।

(বি.দ্র: "মন খারাপের রাত" বইটি এই কবিতার নাম অনুসারে প্রকাশিত হয়)

-Mirza Shami

No comments

Theme images by cmisje. Powered by Blogger.