Header Ads

Header ADS

মুক্তির বরষা (Rain of Freedom)


তবে সমস্ত গগণের বৃষ্টিগুলো এক হোক,
এক হোক ক্ষুধার্ত অনাথের কান্না।

এক হোক,
ছেলা হারা মায়ের কান্না,
শুকিয়ে যাওয়া লাল গোলাপের কান্না,
গোলাবারুদে ঝলসানো সৈনিকের কান্না,
শুষ্ক মুখে দু'মুঠো ভাতের কান্না,
কালিহীন কবির কান্না,
স্বাধীনচেতার হেরে যাবার কান্না,
মুক্ত বরষার মত আছড়ে পড়ুক তোমাদের কান্না।

দামাস্কাস হতে কুন্দুস, রাখাইন হতে বেলুচিস্তান,
কিংবা ফিলিস্তিন থেকে ইয়েমেন।
জড়ো হও অজস্র আর্তনাদের মিছিলে
তোমাদের কান্নাগুলো মিলিত হোক বিক্ষোভ সাগরে।
মুক্তি আসবেই, কোন এক বৃষ্টি ভেজা দিনে,
বালুকণার রক্তিম পবিত্রতায়, মুক্তি আসবেই ।

-মির্জা শামীম

No comments

Theme images by cmisje. Powered by Blogger.