Header Ads

Header ADS

আর কত?

আর কত দেখাবে কামানের বহর?
আর কত মানুষের লাশে গড়বে তোমাদের শহর?
আর কত আশ্রু ঝড়বে মা বাবার লাশে?
আর কত দিন লুকিয়ে রবো বুলেট ঝাঝানো ত্রাসে?

আর কত কাফনের কাপড় জড়িয়ে দিবে গায়ে?
আর কত লাশ বয়ে বেড়াব ঐ আরবলীগের নায়ে?
আর কত মসজিদের ইট গড়বে নতুন প্রাসাদ?
আর কত বিষ ছড়াবে ঐ গুপ্তঘাতি মোসাদ?

আর কত রক্ত মেটাবে ক্ষুণের পিপাসা?
আর কত এপিটাফ হবে স্বাধীনচেতার আশা?
আর কত মুক্ত পায়রা পড়বে লোহার শিকল?
আর কত মায়ের ভূমি হবে তোমার দখল?

আর কত ঈদ ক্ষুধার্ত রব রক্ত মাখা শার্টে?
আর কত দিন বাঁচতে হবে পুড়িয়ে মারার আগে?
আর কত কাল দেখিয়ে যাবে মরীচিকার স্বাধীনতা?
আর কত কাল ঘুমিয়ে রবে বিশ্বমানবতা?

-মির্জা শামীম

No comments

Theme images by cmisje. Powered by Blogger.