Header Ads

Header ADS

শূণ্যতার ভেতরও থাকে শাশ্বত বিশালতা

একটা সময় ছিল যখন শূণ্যতার ভেতরও খুঁজে পেতাম বিশালতা।
খুঁজে পেতাম সাদা মেঘে হলুদ কিংবা লাল সর্বজায়ার ঘ্রাণ।
সর্বজয়ার অপর নাম কলাবতি।
অবশ্য ফুলের নামে তা শোভা পায় না।
শোভা পায় বহুবর্ষজীবি উদ্ভিদের প্রাণে।
তবে তারুণ্যের রঙিন প্রাণ যেমন ধীরে ধীরে ফ্যাকাসে হয়ে যায়,
ঠিক তেমনি ফ্যাকাসে হয় বহুবর্ষজীবির সতেজ সবুজ পাতা।
তবুও সবার জীবণে একটা সময় থাকে।
যার শূণ্যতার ভেতরও থাকে শাশ্বত বিশালতা।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.