Rise of Ottoman Empire
১৬শ ও ১৭শ শতাব্দীতে বিশেষত সুলতান প্রথম সুলাইমানের সময় উসমানীয় বা অটোমান সাম্রাজ্য দক্ষিণপূর্ব ইউরোপ, উত্তরে রাশিয়া কৃষ্ণ সাগর, পশ্চিম এশিয়া, ককেসাস, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা জুড়ে , মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলসহবিস্তৃত একটি শক্তিশালী বহুজাতিক, বহুভাষিক সাম্রাজ্য ছিল।
অটোমান সাম্রাজ্য সুদীর্ঘ ছয়শত বছরেরও বেশী ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে।অটোমান সাম্রাজ্য ছিল বহু ধর্ম, বর্ণ এবং বহু ভাষার। তবে অটোমানরা জোড় পূর্বক কাউকে ধর্মান্তরিত করে নাই।
ভিডিও ক্লিপটিতে ১৪৫৩ খ্রিষ্টাব্দে অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল(বর্তমান ইস্তাম্বুল) বিজয়ের দৃশ্য দেখানো হয়েছে। এর মাধ্যমে অটোমানের চূড়ান্ত বিজয় ও বাইজেন্টাইন (রোমান) সাম্রাজ্যের পতন ঘটে এবং কনস্টান্টিনোপল অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে।
কনস্টান্টিনোপলের বিজয়কে ১৫০০ বছরের মত টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়।
Click Here to Watch A Short Clip About Rising of Ottoman Empire
অটোমান সাম্রাজ্য সুদীর্ঘ ছয়শত বছরেরও বেশী ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে।অটোমান সাম্রাজ্য ছিল বহু ধর্ম, বর্ণ এবং বহু ভাষার। তবে অটোমানরা জোড় পূর্বক কাউকে ধর্মান্তরিত করে নাই।
ভিডিও ক্লিপটিতে ১৪৫৩ খ্রিষ্টাব্দে অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল(বর্তমান ইস্তাম্বুল) বিজয়ের দৃশ্য দেখানো হয়েছে। এর মাধ্যমে অটোমানের চূড়ান্ত বিজয় ও বাইজেন্টাইন (রোমান) সাম্রাজ্যের পতন ঘটে এবং কনস্টান্টিনোপল অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে।
কনস্টান্টিনোপলের বিজয়কে ১৫০০ বছরের মত টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়।
Click Here to Watch A Short Clip About Rising of Ottoman Empire

No comments