Pages

Wednesday, November 13, 2019

ফেইসবুকে যেসব পোষ্ট এড়িয়ে যাবেন

ফেইসবুক স্ক্রলিং এ কিছু পোস্ট সামনে পড়লে দ্রুত এড়িয়ে যাইঃ
১) বাংলাদেশের রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলোর নিত্যনতুন অরাজনৈতিক কাজের খবর।
২) ট্রেন্ড ফলো করা পোস্ট।
৩) সৌদী প্রিন্সের যে কোন খবর।
৪) দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির কোন খবর।
৫) গরুর মুত্র ও গোবর যুক্ত পোস্ট।
৬) নিরাপদ সড়ক, দেশ ও সমাজ গঠনে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহের ইস্তেহার।
৭) খেলাধুলা থেকে টেনে আনা আবেগী পোস্ট।
৮) "অমুক এটা করলেন, তমুক একি করলেন" ক্যাপশন যুক্ত পোস্ট।
৯) ধর্ম ব্যবসয়ায়ীদের পোস্ট।
১০) এছাড়াও নতুন প্রজন্মের জ্ঞানশূন্য কলসির চেতনা যুক্ত পোস্ট।

কারণ এগুলো দেখা আর নিজের জীবন থেকে নিকৃষ্ট উপায়ে কিছু সময় নষ্ট করা একই সমান।


No comments:

Post a Comment