Header Ads

Header ADS

থাকা না থাকা

মাঝে মাঝে নিজেকে এক অস্তিত্বহীন নর মানব মনে হয়।
আচ্ছা আমার থাকা কিংবা না থাকায় তোমাদের কি কোন যায় আসে?
ধরে নিতে পারো আমি অতি ক্ষুদ্র এক বালুকণা,
বালুচরে তোমার পায়ের তলানিতে আমিই লেগে ছিলাম।
ধরে নিতে পারো আমি এই বিশাল জলরাশির একফোঁটা শিশিরজল,
দিন বাড়তেই আমি হারিয়ে যাই অসীম মেঘালয়ে।
বলতে পারো আমি তোমার অজস্র ব্যস্ততার মাঝে একটুকরো অবকাশ,
তদ্রাচ্ছন্ন চোখে দেখা জীবন্ত লাশটি আমিই ছিলাম।
হতে পারে এই মেঘময় আষাঢ়ের দুপুরে আমিই সেই একঝিলকি রোদ,
জানালার রঙ্গীণ পর্দা ভেদ করে আমিই ঢুকেছিলাম তোমার বিষণ্ণ চিত্তে।
ধরে নিতে পারো আজকের দিনটিও একটি তুচ্ছ পাতা,
ক্ষণিক আগেই তা ঝড়ে পড়েছে জীবন বৃক্ষ থেকে।
আমারি ছায়ায় তুমি বসেছিলে।
পল্লবের সবুজ শিরা দেখতে দেখতে কেটেছে তোমাদের দিনগুলো।
মনে করো তোমাদের এই অথৈ জীবনে আমি ছিলাম এক ডিঙি নৌকা।
নাবিকের দূরবীনে শুধু চেয়েই দেখেছি এই বিশাল পথ।
তবে আমার থাকা কিংবা না থাকায় তোমাদের কোন যায় আসে না।
বলতে পারো আমি তোমাদের বাগানে জন্মনেয়া একগুচ্ছ জংলী টগর।
আমি উজ্জ্বল সবুজ, ফ্যাকাসে ও মসৃণ,
সুগন্ধ নেই তবুও গোধূলীর আলোয় ম্লান করে দেব তোমাদের দীর্ঘ পথের ক্লান্তি,
রাতের তারা দিয়ে ঢেকে দিব হাজারো বছরের গ্লানি।
তাই আমি এক অস্তিত্বহীন নর মানব,
আমার থাকা কিংবা না থাকা নির্ভর করে তোমাদের সন্ধানের উপর।

-ডা. মির্জা শামীম
(২৬ নভেম্বর ২০১৯)

No comments

Theme images by cmisje. Powered by Blogger.