Header Ads

Header ADS

প্লাস্টিক বোতলের অজানা Recycling Code এবং নিরব স্বাস্থ্য ঝুঁকি

আজ প্লাস্টিক বোতলের গায়ে হঠাৎ #Recycling_Code  খেয়াল করে উৎসুক জনতার মত গুগলে এটি নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম। অনেকক্ষণ ঘাটাঘাটি শেষে প্রাপ্ত জ্ঞান টুকু আপনাদের মাঝেও ছড়িয়ে দিতে চাই। জ্ঞানগুলো আপনার দরকার নাকি দরকার না তা লিখাটি পড়া শেষ হলেই বুঝবেন।

বোঝার সুবিধার জন্য কোড গুলোকে দুই ভাগে ভাগ করলাম।
১) আমি ভালা কোডঃ ১,২,৪,৫
২) আমি ত ভালা না ভালা লইয়াই থাকো কোডঃ ৩,৬,৭

◾Recycling Code: 3(Phthalates)

প্লাস্টিক(PVC) কে নরম করার জন্য, এর নমনীয়তা বাড়ানোর জন্য, চিড় খাওয়া আটকানোর জন্য
Phthalates প্লাস্টিকের সাথে যোগ করা হয়।
খাবারে থাকা ফ্যাট খুব সহজেই এ রাসায়নিকটাকে শুষে নেয়, ফলে প্লাস্টিক থেকে খাবারে চলে আসে তা। বেশি পরিমাণে  Phthalates শরীরে গেলে তা থেকে নারীপুরুষ উভয়ের মাঝে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, এছাড়াও আচরণগত ও বিকাশগত সমস্যা দেখা দিতে পারে সেসব শিশুতে যারা গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে এসব রাসায়নিক প্রবেশ করে।
শরীরে এই রাসায়নিক নিয়মিত ঢুকতে থাকলে শ্বাসকষ্ট, স্থূলতা, টাইপ ২ ডায়াবিটিস, কম বুদ্ধি বা অটিজম মতো অসুখ শরীরে বাসা বাঁধে।

◾Recycling Code: 6 (Polystyrene or Styrofoam)

Polystyrene  সাধারণত প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা হয়। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। Polystyrene এ Styrene (Neurotoxic) নামক এক ধরণের বিষাক্ত উপাদান রয়েছে যা ক্যানসার জন্ম দেয়, দৃষ্টি ও শ্রবণ শক্তি নষ্ট করে এবং স্নায়ু তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এটি দিয়ে তৈরি কাপ, প্লেট, বক্স ইত্যাদিতে পানীয় বা খাবার খেলে Styrene আমাদের দেহে ঢুকে পড়ে।

◾Recycling Code: 7(BPA)

প্লাস্টিকের মধ্যে থাকা BPA নামের গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়। BPA (Bisphenol-A) কিছুটা Estrogen হরমনের মত কাজ করে। এতে দেহের ন্যাচারাল হরমনাল ব্যালেন্সে ব্যাঘাত ঘটে এবং Endocrine System কে বিপর্যস্ত করে।তাই BPA বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট, রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপক ক্ষতি সাধন করে।
শুধু তাই নয়। এটি নারীদের বন্ধ্যা হবার ঝুঁকি বাড়ায়, ছেলেদের Sperm Count কমিয়ে ফেলে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।  স্থুলতা, ডায়েবেটিস এবং early onset of puberty'র সাথেও BPA সম্পর্কিত।

তাই এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে প্লাস্টিকের গায়ের Recycling Code টি দেখুন। নিজে সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন। বাসায় স্টেইনলেস স্টিলের বানানো বোতল কিংবা Recycling Code: ১,২,৪,৫ এর প্লাস্টিকের বোতল ব্যবহার করুণ। শিশুদের ফিডারে কোড ৩,৬,৭ আছে কিনা তা দেখুন, এবং থাকলে তা পরিহার করুণ। প্লাস্টিকের পাত্রে গরম খাবার পরিবেশন থেকে দূরে থাকুন এবং অন্যদেরকেও নিরুৎসাহিত করুন।
ধন্যবাদ

-ডা. মির্জা শামীম

https://m.facebook.com/story.php?story_fbid=523124461606690&id=304751450110660


No comments

Theme images by cmisje. Powered by Blogger.