Header Ads

Header ADS

আরব বসন্তের ফলাফল কি?

বিপ্লব মানেই হল সাধারণ মানুষের মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেটাই চেয়েছিলেন তিউনিসিয়ার একজন শিক্ষিত বেকার বোয়াজীজী। নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ করেন নিজ দেশের সরকারের বিরুদ্ধে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য আরব দেশগুলোয়। সূত্রপাত হয় একবিংশ শতাব্দীর মাহাবিপ্লবের যাকে পশ্চিমা মিডিয়াগুলো আরব বসন্ত নামে আখ্যায়িত করে।

আরব বসন্তের উদ্দ্যেশ্য ছিল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু পশ্চিমা বিশ্ব গণতন্ত্র ও মানবাধিকারের মুলা ঝুলিয়ে মধ্যপ্রাচ্যকে করে আরো অস্থিতিশীল।
অবশ্য এদিক থেকে পশ্চিমা বিশ্বের অস্ত্র ব্যবসায়ী ও তেল আমদানিকারকরা সফল।

পরিশেষে একটা কথাই বলব। ২০১o হতে আজ পর্যন্ত আরবরা কি বোয়াজীজীর সেই স্বপ্নের রাষ্ট্রগুলো গঠন করতে সফল হয়েছে?? নাকি এটি ছিল শুধুই মরিচীকাময় এক রক্তাক্ত বিপ্লব?
নিচের ৩ নং চিত্রেই তার উত্তর খুজে পাবেন।




No comments

Theme images by cmisje. Powered by Blogger.