Header Ads

Header ADS

সব কিছুই সাময়িক

একবার দেশের একজন বিশিষ্ট ব্যক্তি খুব বিপদে পড়েন। তার বিপদ দেখে আশেপাশের সবাই খুব চিন্তিত হয়ে পড়লো।
উনার সাথে আমার একদিন দেখা হয়। কিন্তু এত বড় বিপদে থেকেও সেই বিশিষ্ট ব্যক্তির মাঝে চিন্তার কোন ভ্রুক্ষেপ দেখলাম না। তার মুখে দেখলাম শুধু প্রাঞ্জল হাসি।
তাই হঠাৎ মনে প্রশ্ন জেগে উঠল!
"এই বিপদে থেকেও, কিভাবে জীবনকে এত সহজ ভাবে দেখছেন?"
উত্তরে আবার সেই প্রাঞ্জলতা। তিনি বললেন,
"মৃত্যুর থেকে বড় কোন বিপদ পৃথিবীতে নেই। চিন্তা করতে হলে মৃত্যুর কথা চিন্তা করো। জাগতিক বিপদগুলো সাময়িক। এগুলো নিয়ে চিন্তা করা অনর্থক।"

সত্যই তাই....সব কিছুই সাময়িক। মানুষ যত বড় হয় তার দুঃখ কিংবা সুখ ততটাই বেশি হয়। কিন্তু এগুলোর কোনটারই চিরস্থায়িত্ব নেই।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.