মীরজাফরের সান্নিধ্য লাভজনক হলেও ধ্বংস অনিবার্য
ব্রিটিশ (যে নামটি লিখতে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি) দের সাথে নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে দলত্যাগী বিশ্বাসঘাতক "মীরজাফর" একজন ব্যক্তি ছিলেন।
তবে আজ স্বাধীন বাংলার প্রতিটি আনাচেকানাচে ঘুরেবেড়াচ্ছে অসংখ্য "মীরজাফর"।
মানুষের মুখ চেনা যায় কিন্তু এর পেছনের মুখোশ চেনা বেশ পীড়াদায়ক। স্বার্থ হাসিলের জন্য আপনজনকে বিপদে ফেলতে এরা দ্বিতীয়বার ভাবে না।
চিনে রাখুন এসব মীরজাফরদের। এরাই মুখোশধারী দেশপ্রেমিক।
মনে রাখবেন, মীরজাফরের সান্নিধ্য লাভজনক হলেও ধ্বংস অনিবার্য।
Lord Clive meeting with Mir Jafar after the Battle of Plassey.
Painted by: Francis Hayman (1762)
তবে আজ স্বাধীন বাংলার প্রতিটি আনাচেকানাচে ঘুরেবেড়াচ্ছে অসংখ্য "মীরজাফর"।
মানুষের মুখ চেনা যায় কিন্তু এর পেছনের মুখোশ চেনা বেশ পীড়াদায়ক। স্বার্থ হাসিলের জন্য আপনজনকে বিপদে ফেলতে এরা দ্বিতীয়বার ভাবে না।
চিনে রাখুন এসব মীরজাফরদের। এরাই মুখোশধারী দেশপ্রেমিক।
মনে রাখবেন, মীরজাফরের সান্নিধ্য লাভজনক হলেও ধ্বংস অনিবার্য।
Lord Clive meeting with Mir Jafar after the Battle of Plassey.
Painted by: Francis Hayman (1762)

No comments