রেলওয়ের কারিগরি প্রকল্পে ক্লিনারের মাসিক বেতন ৪ লাখ ২০ হাজার টাকা
- রেলওয়ের কারিগরি প্রকল্পে ক্লিনারের মাসিক বেতন ৪ লাখ ২০ হাজার টাকা।
আজ আমি অত্যন্ত আনন্দিত। অবশেষে খেটে খাওয়া মানুষগুলোর বেতন তাহলে অনেক বেড়েছে।
আজ থেকে BSc, MBBS ,BDS, Masters, BBA, MBA, LLB, PhD সহ সব উচ্চ ডিগ্রীধারী শিক্ষিত বেকার যুবকেরা রেলওয়ের ক্লিনার হতে পারলেও নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবে।
তো যাই হোক, রেল মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবনায় এমন বেতনের কথা বলা হয়েছে। আর এই প্রস্তাবকে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে পরিকল্পনা কমিশন। তবে রেল মন্ত্রণালয় দাবি করছে, প্রস্তাবনায় ভুল হয়েছে।
তবে শুধুই ভুল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা তদন্তের দাবি বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি ও অনিয়ম রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এই বেতন নির্ধারণের প্রস্তাবে অবাক হয়েছেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, দুর্নীতি বন্ধে প্রকল্প অনুমোদনের আগে গভীরভাবে পর্যালোচনা করা হয়। প্রকল্পের নামে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তথ্যসূত্রঃ যমুনা টিভি (১১/০৯/১৯)

No comments