Header Ads

Header ADS

বাংলাদেশ বনাম স্টার জলসা

তিন বছর আগের কথা.....
আমি আর আমার বন্ধু ডা. মিশকাত রাতে খেয়ে হাটতে বের হয়েছিলাম। তখন অবশ্য সে ডাক্তারি পাশ করে নি।
ত যাই হোক,  সেদিন সম্ভবত ভারতের সাথে বাংলাদেশের খেলা হচ্ছিল। হাটতে হাটিতে মিশকাত এক টিভির দোকানের সামনে মজার একটি বিষয় লক্ষ্য করলো।  বিষটি মজার হলেও এর গভীর ভাবটি অনেক হতাশাজনক।
টিভির দোকানের দুটি বাদে সবগুলো টিভিই বন্ধ।  তার একটিতে চলে বাংলাদেশের খেলা অন্যটিতে স্টার জলসা। দুটোই যেন জনকপ্রিয়তার শীর্ষে। স্টার জলসার বিনোদন বাংলাদেশের অন্যান্য সব বিনোদন মাধ্যম কে হারিয়ে যেন ক্রিকেট বিনোদনের সমপর্যায়ে চলে এসেছে।
বাংলাদেশের মানুষ আজ কোনটিই মিস করতে চায় না। তাইত মানুষের চাহিদা বুঝেই দোকানের মালিকও দুটি টিভিতে দুটি ভিন্ন স্বাদের বিনোদনের ব্যবস্থা করেছেন।
আমরা মুখে মুখে বিদেশ বিদ্বেষী। কিন্তু মনে মনে নিজেদের সংস্কৃতি কে অগ্রাহ্য করে ঠিকিই অন্যেরটা আপন করে নিয়েছি।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.