তবুও আরবে বসন্ত চলে
তবুও আরবে বসন্ত চলে।
এই বসন্তে পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে না,
তবে হেলে থাকে অজস্র ধ্বংসপ্রাপ্ত মিনার।
এই বসন্তে এই ঋতুতে কোন ফুল ফুটে না,
ফুটে শুধু কয়েট লক্ষ ব্যারেল বোমা।
এই বসন্তে নতুন কোন গাছের জন্ম হয় না,
তবে জন্ম নেয় মদদপুষ্ট বেজন্মা গেরিলা বাহিনী।
এই বসন্তে ঘটে না পশুপাখির মিলন,
তবে বিলিয়ন ডালার বিনিয়োগে গঠিত হয় সামরিক কোয়ালিশন।
এই বসন্তে আগন্তুক হয়ে কখনো বৃষ্টিও আসে না,
তবে বৃষ্টির মত আঘাত হানে এম সিক্সটিনের গুলি।
এই বসন্তে পৃথিবী নতুন ভাবে জেগে ওঠে না,
তবে জেগে ওঠে আর্মস ডিলার ও পশ্চিমা তেল কম্পানি।
এই বসন্তে আম্র কাননে দেখা মেলে না নতুন কলির,
তবে বিশ্ব মিডিয়াতে দেখা মেলে ব্রেইন ওয়াস্ড কলমের কালি।
এই বসন্তে প্রকৃতি সাজে না রক্তিম লালিমা নিয়ে,
তবে সুসজ্জিত থাকে হ্যান্ড গ্রেনেড, স্টিংগার কিংবা মর্টার শেলে।
এই বসন্তে তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে না।
আশে শুধু অশ্রুসিক্ত কাঁদা আর গোলাবারুদে দগ্ধ শরীরের ধোঁয়া।
যদিও সময়টা এখন শীত-গ্রীষ্মের মাঝামাঝি নয়,
তবুও আরবে বসন্ত চলে।
মিথ্যে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে।
-ডা. মির্জা শামীম
(০৬/০৯/২০১৯)

No comments